Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
হলিধানী স্লিক ফাউন্ডেশন
বিস্তারিত

প্রতিষ্টান সালঃ ১৯৯৭

মোট জমির পরিমানঃ ২৪ একর

আবাদী জমির পরিমানঃ ১৮ একর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্বশ্বাশিত প্রতিষ্ঠান।

সরকারী বে-সরকারী কর্মকর্তা এবং রেশম শিল্পের সাথে জড়িত এসোসিয়েশন/ব্যক্তি বর্গের সমন্বয়ে ১২ সদস্য বিশিস্ট পরিচালনা পরিষদ দ্বারা ফাউন্ডেশনের কর্মকান্ড পরিচালিত হয়। একটি একটি অ-মুনাফাভোগী প্রতিষ্ঠান।

 

কার্যক্রমঃ

ক) মৌসুম উপযোগী মানসম্পন্ন শংকর জাতের রেশন ডিম উৎপাদন। সরকারী, বে-সরকারী ও এনজিওদের মাধ্যমে রেশন শিল্পের সাথে সংশ্লিষ্ঠ সারা দেশের চাষীদের, রেশন ডিম সরবরাহ দেওয়া হয়।

খ) রেশন চাষের মান উন্নয়নের জন্য বিজ্ঞান সম্মত টেকনোলজি উদ্ভাবন ও প্রবর্তন করা হয়।

গ) মান সম্পন্ন রেশন সুতা উৎপাদন ও প্রশিক্ষণ প্রদান।

ঘ) রেশম শিল্পের মান উন্নয়ন ও দুস্থ মহিলাদের আয় বৃন্ধির জন্য চাষী ও রিলার পর্যায়ের মাট ৩৯৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

কর্মসংস্থানঃ

বছরে প্রায় ১০ হাজার কর্ম দিবসে স্থানীয় পুরুষ এবঙ মহিলারা কাজ করে থাকে যার শতকরা ৮০ ভাগই মহিলা।