নিয়োগ বিজ্ঞপ্তি
অত্র ইউনিয়নের জনসাধারনকে অবগতি করানো যাচ্ছে যে, গত ইং ২০/০৮/২০১৫ তারিখের ইউপির মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক ৭ নং ওয়ার্ডের শূন্য পদে অস্থায়ী ভাবে ১ (এক)জন মহল্লাদার নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই স্ব-হস্তে দরখাস্ত করতে হবে।
ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | সরকার কর্তৃক মাসিক বেতন | বয়স | শিÿাগত যোগ্যতা | মমত্মব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
১ | মহল্লাদার | ১ জন | ৩,০০০/- | ১৮ হতে ৩০ বছর | অষ্টম শ্রেণি পাস | -- |
শর্তাবলী
1) প্রার্থীর নাম, পিতার/স্বামীর নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষা সংক্রান্তযাবতীয় তথ্যাবলী সহ দরখাস্ত আগামী ২০/০৮/২০১৫ ইং তারিখ হইতে ৩০/০৮/২০১৫ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিমণ স্বাক্ষরকারীর বরাবরে অবশ্যই পৌছাইতে হইবে।
2) চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দরখাস্তের সহিত সংযুক্ত করিতে হইবে।
3) প্রার্থীকে বাংলাদেশের নাগরিক অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হইতে হইবে।
4) ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলিয়া গণ্য হইবে।
(মাওঃ মোঃ মুসলিম উদ্দিন)
চেয়ারম্যান
৪নং হলিধানী ইউনিয়ন পরিষদ
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
সূত্র: তারিখ:
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হইলঃ
1) উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইদহ।
2) ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঝিনাইদহ সদর থানা, ঝিনাইদহ।
3) নোটিশ বোর্ড।
(মাওঃ মোঃ মুসলিম উদ্দীন)
চেয়ারম্যান
৪নং হলিধানী ইউনিয়ন পরিষদ
উপজেলা ও জেলাঃ ঝিনাইদহ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS