Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, হলিধানী ইউপি পরিদর্শন/১৮ই মার্চ ২০১৪ইং
Details

আইন-শৃংখলা পরিস্থিতি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোদ সংক্রান্ত সভা

 

 

·         প্রধান অতিথিঃ        জনাব মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, ঝিনাইদহ।

 

·         বিশেষ অতিথিঃ       জনাব মোঃ জুলকার নায়ন, উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইদহ সদর।

  •           অনুষ্ঠান পরিচালনা করেনঃ  মোঃ ইমারত আলী, ইউপি সচিব।
  •  

          তারিখঃ                 ১৮ই মার্চ ২০১৪ইং

          আয়োজনেঃ            ৪নং হলিধানী ইউনিয়ন পরিষদ কার্যালয়

                                     ঝিনাইদহ সদর, ঝিনাইদহ

 

 

আই-শৃংখলা পরিস্থিতি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভায় উপস্থিত হন জনাব মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, ঝিনাইদহ, ও জনাব মোঃ জুলকার নায়ন, উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ সহ অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল স্তরের মানুষ। আইন-শৃংখলা পরিস্থিতি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভা শেষ করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তথ্য ও সেবা কেন্দ্র সচল রাখার জন্য বিভিন্ন দিকনির্দেশন দেন। তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শনের পর হলিধানী মাধ্যমিক বিদ্যালয় এবং রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

 

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মূল্যবান দিক নির্দেশনা পেয়ে আমরা তথ্য ও সেবা কেন্দ্র আরো সচলিয় করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহনে আমরা আরো এগিয়ে যাবো বলে মনে করি।

 

মোঃ জহুরুল ইসলাম

উদোক্তা/পরিচালক

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

৪নং হলিধানী ইউনিয়ন পরিষদ কার্যালয়

ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।

মোবাইলঃ ০১৯৪৫৬০৯৩৬৩,০১৭৫৬৩৮৮৫৮৮।

Attachments
Image
Publish Date
18/03/2014