প্রজ্ঞাপন
তারিখ, ৩ বৈশাখ ১৪১৬ বঙ্গাব্দ/১৬ এপ্রিল ২০০৯ খ্রিষ্টাব্দ
এস.আর.ও নং ৬১-আইন/২০০৯। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯নং আইন) এর ধারা ২৩ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, জন্ম ও মৃত্যু নিবন্ধন (ইউনিয়ন পরিসদ) বিধিমালা, ২০০৬ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল। যথাঃ
জন্ম বা মৃত্যুর তারিখ হইতে দুই বৱসর পর কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বৱসরের জন্য ৫.০০ টাকা হারে নিতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
আখতারী বেগম
সিনিয়র সহকারী সচিব।
৪নং হলিধানী ইউনিয়ন পরিষদ কার্যালয়
ডাকঘরঃ হলিধানী
উপজেলা ও জেলাঃ ঝিনাইদহ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS