ই মিউটেশন সিস্টেম অনুযায়ী একজন সেবা গ্রহিতা তার দলিলের ফটোকপি পরচা, দাখিলা, ভোটার আইডির ফটোকপি ও ছবি সহ অনলাইনে ই মিউটেশনের আবেদন করলে তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে সফট কপি আসার পর তিনি সব কিছঠু মিলিয়ে সঠিকতা যাচাই অন্তে রিপোর্ট প্রদান করেন। অতঃপর সহকারী কশিশনার (ভূমি) মহোদয়ের অনুমোদন অন্তে উক্ত আবেদন নম্বরে ম্যাসেজ এলে ডি,সি আর সহ পরচা অনলাইনে তুলে নিতে পারবেন। এভাবে 2-3 সপ্তাহের ভিতরেই ই শিউটেমন সম্পন্ন হয়ে যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস