Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হলিধানী ইউনিয়ন পরিষদ কার্যালয়

ক) নাম – ৪নং হলিধানী ইউনিয়ন পরিষদ।

* ইউনিয়ন পরিষদ স্থাপনকাল : ১৯৭৪

* ইউনিয়নের সীমানা : উত্তরে : হরিনাকুন্ডু উপজেলা। দক্ষিণে : গান্না ইউনিয়ন। পূর্বে : কুমড়াবাড়ীয়া ইউনিয়ন। পশ্চিমে : সাগান্না ইউনিয়ন।

* জেলা সদর থেকে যোগাযোগ ব্যবস্থা : সড়ক পথে ৯ কিঃ মিঃ।

* আয়তন : ২০.২৯ বর্গ কিঃ মিঃ।

* জনসংখ্যা : পুরুষ : ১০০৫৩ জন, মহিলা : ৯৮৯৪ জন, মোটঃ ১৯,৯৪৭ জন।

* গ্রামের সংখ্যা : ১৪ টি।

* মৌজার সংখ্যা : ১২ টি।

* হাট-বাজারের সংখ্যা : ২ টি।

* সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৩ টি।

* বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৯ টি।

* মাধ্যমিক বিদ্যালয় : ৩ টি।

* আলিম মাদ্রাসা : ১ টি।

* এতিমখানা : ১টি।

* কবরস্থান : ১৬টি।

* ঈদগাহ : ২২টি।

* আখ সেন্টার : ১টি।

* মহিলা মার্কেট : ১টি।

* কাট ফাড়াই মিল : ২টি।

* রাইচ মিল : ৮টি।

* চাতাল : ৫টি।

* স্যানিটেশন কারখানা : ২টি।

* শিক্ষার হার : ৭৫% ।

* মোট খানার সংখ্যা : ৪০৮২ টি।

* মোট ট্যাক্স : ১,৮০,০০০ টাকা।

* মোট আদায় : ৪৮,৯৫৮ টাকা।

*জন্মনিবন্ধনের সংখ্যা : ২০,৪৬৭ জন।

* জন্মনিবন্ধনের হার : ৯০% (প্রায়)

* দায়েরকৃত মামলার সংখ্যা : ১০ টি।

* নিস্পতি মামলার সংখ্যা : ৩ টি।

* চলতি মামলার সংখ্যা : ৭ টি।

* মোট আয় : ১৫,৬২,১৩০ টাকা।

* মোট ব্যয় : ১৫,৫৮,১৩৪ টাকা।

* উদ্বৃত্ত : ৩,৯৯৬ টাকা।

* ব্যাংকে জমা : ৩,৬৭৪ টাকা।

* হাতে জমা : ৩২২ টাকা।

* স্যানিটেশন : ১০০%

ঢ) গ্রাম সমূহের নাম –

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।